HomeLoginSign Up
তবু মনে রেখো কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

[/br][/br]

তবু
[/center]-রবীন্দ্রনাথ ঠাকুর-[/center] তবু মনে রেখো, যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এক কালে হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি, ঢাকা পড়ে নব নব জীবনের জালে । তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি, নূতন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি-- পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন । তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ-ভরে কাটে সন্ধ্যাবেলা। [/br][/br] [/center]Still[/center]
-Rabindranath Tagore-
But remember, if we go away, If that old love was once Becomes only a distant story, Covered in the web of new life. But remember, if I am near, If this new love is old, Can't see if I draw tiredly-- I stay behind like a shadow. But remember, if sometimes The evening is full of boredom.